কবি তার কবিতা, লেখক তার লেখার সৃষ্টিতে নিজের আনন্দ, দুঃখ, বেদনা, সুখ, রাগ, মনের সমস্ত অনুভূতিকে প্রকাশ করে। আর সেই কবিতা, লেখার যথার্থ মর্মার্থ উপলব্ধি করে যখন আমরা, পাঠকরা, আমাদের মনের অনুভূতির সঙ্গে সেই সব উপাদানকে মিলিয়ে দিয়ে সঠিক উচ্চারণে আবৃত্তি পাঠ করে নিজের ভাব প্রকাশ করিতে পারি, দূরের মানুষকে কাছে আর কাছের মানুষকে আরও কাছে টেনে বন্ধুত্বের বন্ধনে বন্দী করে সমাজের মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, তখন আমরা পরিতৃপ্ত হই, মনকে সুন্দর করে সাজিয়ে সঠিক জীবন যাপন করে আনন্দ লাভ করি। এই কর্মশালাতে আমরা স্বরচিত ও অন্যান্য কবিদের কবিতা সঠিক উচ্চারণ, প্রকৃত প্রক্ষেপণ এবং মনের অনুভূতি সহকারে আবৃত্তি প্রশিক্ষণ করবো ও নিজেদেরকে সমৃদ্ধ করবো।
Art reveals the mind of the artist. But it is us, the readers of poem and prose, who enrich the life of art. Assimilating what we read and matching it to our own life experiences, we engage in the joy of recitation to connect to the world around us and express the art of the artist in our own special way. This expression resonates with our near and dear ones bringing them even closer. Solidarity through shared feelings is also extended to those whom we do not know. Through all this, we enrich ourselves and add depth and meaning to the lives of those around us. This workshop is designed to give us the tools to augment our recitation skills, based on writings and poems composed by ourselves or others. The trifecta of pronunciation, projection and passion will be the focus of this workshop on the grammar of recitation.
কবি কল্পনা রেখা (Kobi Kalpona Rekha) is part of a migrant worker creative writing / performing workshop series presented by Migrant Writers of Singapore and supported by Sing Lit Station and The Majurity Trust. To learn more about how to register, click on the event link provided below.
VENUE: Sing Lit Station
ADDRESS: 22 Dickson Road, #02-01, Singapore 209506
EVENT WEBSITE: migrantwriters.sg for information
DATE AND TIME
28 May 2023, 6-8pm